ঢাকা, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় ভূমিকম্পে বিভিন্ন জায়গায় দেওয়াল ধস-সহ ক্ষয়ক্ষতি

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ ১২:৪৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় বিভিন্ন স্থানে ভূমিকম্পে দেওয়াল ধস সহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৬টার  দিকে ভূমিকম্প অনুভূত হয়। উত্তর রাঙ্গুনিয়ায় ভুমিকম্পে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইসলামপুর ৬নং ওয়ার্ড পূর্ব নেজামশাহ পাড়ায় নুর নাহার বেগম এর ঘরের মাটির দেওয়াল ধসে পড়েছে।

নুর নাহার বেগম বলেন-ভূমিকম্পের সময় আমরা তাড়াহুড়ো করে বাইরে বের হাওয়ার পরেই দেওয়াল ধসে পড়েছে। অল্পের জন্য আমার ছেলে নেজাম উদ্দিন প্রাণে রক্ষা পায়। এদিকে একি এলাকার মোহাম্মদ বাচা মিয়ার ঘরের পেছনে ২টি গাজী ট্যাংক এর উপর থেকে পড়ে ভেঙে গেছে। তার ছোট ভাই শফিউল আলম ও আব্দুল মজিদের পাকা ঘরে বড় একটি ফাটল সৃষ্টি হয়।

একি এলাকার কয়েকটি মাটির ঘরে ফাটল সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় কারো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে ভূমি কম্পে সরফভাটার কয়েকটি মাটির ঘরসহ কয়েকটি পাকা বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।