রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার একটি আবাসিক হোটেল থেকে মো. আরাফাত ইসলাম (২৩) নামে এক সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের কথিত প্রেমিকা স্বর্ণা বিনতে মিম নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের বাবা-মা হত্যা প্ররোচনায় মামলায় অভিযুক্ত প্রেমিকা স্বর্ণা বিনতে মীমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে আরাফাতের মরদেহ উদ্ধার করে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, আজ (শুক্রবার) ভোরে মালিবাগ চৌধুরীপাড়ায় আর ইসলাম নামে একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আরাফাত ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি নিহত ওই যুবক সৌদি প্রবাসী ছিলেন জানিয়ে এসআই সফিকুল বলেন, তিনি কয়েক মাস আগে ঢাকায় আসেন। স্বর্ণা বিনতে মিম নামে তার এক প্রেমিকাকে নিয়ে গত ১৮ ডিসেম্বর ওই হোটেলে ওঠেন। পরে তাদের মধ্যে মনোমালিন্য হলে তার প্রেমিকা সেখান থেকে চলে যান।
বায়ান্ন/এমএমএল/পিএইচ