ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

রাজনগরে ৪৬২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মৌলভীবাজার প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ ১০:১৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজারের রাজনগরে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নের মোট ১০৪টি পদের জন্য ৪৬২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

তাদের মধ্যে ৪০ জন চেয়ারম্যান, ৩২৬ জন সাধারণ সদস্য ও ৯৬ জন সংরক্ষিত মহিলা সদস্য রয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ফতেপুর ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী নকুল চন্দ্র দাশ, আওয়ামী লীগ প্রার্থী মো. বখতিয়ার উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আমির আলী, মো. শামছুদ্দিন, আব্দুল মালিক। এই ইউনিয়নে সাধারণ সদস্য ৪৭ জন ও সংরক্ষিত মহিলা প্রার্থী ১২ জন রয়েছেন।

উত্তরভাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শাহ শাহিদুজ্জামান, আওয়ামী লীগের প্রার্থী সোহেল আলম, ইসলামি আন্দোলনের প্রার্থী রাজা মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. এস মিয়া, সৈয়দ আবুল কালাম, আহ. জুনেদ আলী, দিগেন্দ্র চন্দ্র সরকার। ওই ইউনিয়নে সাধারণ সদস্য ৪৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন।

মুন্সিবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়া, স্বতন্ত্র প্রার্থী রাহেল হোসেন ও আবুল হোসেন। এই ইউনিয়নে সাধারণ সদস্য ৫৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন।

পাঁচগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শামছুন নুর আহমদ, আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী লেচু মিয়া, অতষী বরন ভট্টাচার্য্য, সাইদুল ইসলাম বাচ্চু, জহিরুল ইসলাম বাচ্চু, জিলু মিয়া। সেখানে সাধারণ সদস্য ৪০ জন ও সংরক্ষিত সদস্য ১০ জন রয়েছেন।

রাজনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী দেওয়ান খয়রুল মজিদ, আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম সোহেল, স্বতন্ত্র প্রার্থী শিপলু আহমেদ, জুবায়ের আহমদ চৌধুরী। এই ইউনিয়নে সাধারণ সদস্য ৩৪ জন ও সংরক্ষিত মহিলা ১১ জন।

টেংরা ইউপিতে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী টিপু খান, আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেন, আরজান খান, সেলিম আহমেদ। সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন জমা দিয়েছেন।

কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দাবি করে দুইজন জমা দিয়েছেন। তাদের একজন বর্তমান চেয়ারম্যান মো. নজমুল হক ও আতাউর রহমান। স্বতন্ত্র প্রার্থীরা হলেন জিয়া উররহমান, মান্না ছালামত, মোঃ ইনছান মিয়া। সাধারণ সদস্য পদে এই ইউনিয়নে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা ১৩ জন।

মনসুরনগর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মিলন বখত্, সৈয়দ গোলাম কিবরিয়া, মোঃ হুমায়ুন কবির, আজিদ উল্লা। সেখানে সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা ১২ জন মনোনয়ন জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, নির্বাচন কমিশনের নিদের্শ মতো এই উপজেলায় আমরা ৪ জন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন গ্রহণ করেছি। ২৯ নভেম্বর যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের নির্ধারিত তারিখে প্রতীক বরাদ্দ দেয়া হবে।