রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে অবস্থিত ঝলক- পলক ছাত্রী নিবাসে প্রায় তিন শত শিক্ষার্থীর থাকেন। অভিযোগ রয়েছে, মেসটিতে খাবার মান অত্যন্ত নিম্নমানের এবং পরিবেশ অস্বাস্থ্যকর।
রোববার বেলা বারোটার দিকে এবং রাত দশটার দিকে অভিযোগের বিষয় নিয়ে ছাত্রীদের সাথে মেস মালিকের দুই দফা বাক বিতন্ডা হয়। এই ঘটনার পর মেস মালিক ও তার দুই পুত্রের সাথে ছাত্রীদের বাক বিতন্ডার একপর্যায়ে মেস মালিক আব্দুল মতিন এর পুত্র পলক একজন ছাত্রীকে মারধর করে। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা নগরীতে গভীর রাতে বিক্ষোভ মিছিল বের করে।
পরে রাত একটার দিকে তারা ঘটনার বিচারের দাবিতে বোয়ালিয়া মডেল থানায় হাজির হন। তারা ঘটনার ব্যাপারে পুলিশে নিরবতায় বিক্ষোভ করতে থাকেন।
পরবর্তীতে মেস মালিক আব্দুল মতিন এবং তার দুই পুত্র পলক ও ঝলককে গ্রেফতার করা হলে পরিস্থিতি শান্ত হয়। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ