রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের বহিষ্কৃত উপপ্রধান চিকিৎসক, যৌন নিপীড়ক "ডাঃ মোঃ রাজু আহমেদ" এর বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসনের অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদী মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টায় রাবির প্যারিস রোডে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে রাবির উপাচার্য কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
শিক্ষার্থীরা জানান, আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি যে, রাবি মেডিকেলে একজন প্রমাণিত যৌণ নিপীড়ককে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সাবিনা ইয়াসমিন ম্যাডামের মেয়ে দন্ত চিকিৎসারত অবস্থায় ডাঃ মোঃ রাজু আহমেদের দ্বারা যৌণ নিপীড়নের শিকার হয়। অভিযোগ প্রমাণিত হলে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র হতে বহিষ্কার করা হয়। অতঃপর বর্তমানে তিনি হাইকোর্টে রিটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে পুনর্বাসনের অপচেষ্টা করছে। এছাড়াও এই প্রশাসন গত ১৬ অক্টোবর তাকে বিশ্ববিদ্যালয়ে বাসা বরাদ্দ দেয়। ডাঃ মোঃ রাজু আহমেদের মতো চিকিৎসক বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থী ও কর্মচারী- কর্মকর্তাদের কন্যা সন্তানদের জন্য অনিরাপদ ও হুমকিস্বরূপ।
অতএব, নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ডাঃ মোঃ রাজু আহমেদের মতো প্রমানিত যৌণ নিপীড়কের পুনর্বাসনের অপচেষ্টা রোধের বিনীত অনুরোধ রইলো।
বায়ান্ন/এসএ