ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার নবাগত সদস্যদের বরণ ও কমিটি পূর্ণগঠন

সঞ্জয় সাহাঃ | প্রকাশের সময় : শনিবার ১৮ জুন ২০২২ ০১:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর

রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার নবাগত সদস্যদের বরণ ও কমিটি পূর্ণগঠন উপলক্ষ্যে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি চন্দ্র শেখর দাস ও মাখন চন্দ্র সরকারকে সাধারন সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলো: সহ-সভাপতি পদে সচী দুলাল সরকার, যামিনী রঞ্জন সেন, দীপক কুমার সিংহ, এ্যাড: নিরঞ্জন ঘোষ। সহ-সাধারন সম্পাদক পদে নিহার রঞ্জল পাল, উদয়ন সরকার। কোষাধ্যক্ষ পদে অরোজিৎ
চাকী, সহকারি কোষাধ্যক্ষ অশোক কুমার দে, সাংগঠনিক সম্পাদক অতুল চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক স্বপন কুমার সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ দাস দেবু, মহিলা বিষয়ক সম্পাদিকা মণিকুন্তলা চাকী, কার্যকরী সদস্য নিলাদ্রী সরকার, অজয় কুমার সরকার, কমল কুমার সিংহ রায়, রবীন্দ্র নাথ সাহা সহ অনেকে।

এছাড়াও প্রধান উপদেষ্টা হলো: রণজিৎ বক্সী সুর্য্য, উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করবেন- সুধা রানী সাহা, ডা: অমল চন্দ্র সাহা, সত্যব্রত পাল, প্রনব কুমার সরকার, সুরজিৎ চাকী, দীপক কুমার পাল।

এর আগে রামকৃষ্ণ আশ্রম মিশন গাইবান্ধার আয়োজনে শুক্রবার শহরের সচীন চাকী সড়কের রামকৃষ্ণ আশ্রম মিশন মন্দিরে নবাগত সদস্যদের বরণ ও কমিটি পূর্ণগঠন উপলক্ষ্যে সাধারন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধা ব্রীজরোড দুর্গাবাড়ীর  সভাপতি চন্দ্র শেখর দাস।

স্বাগত বক্তব্য রাখেন-রামকৃষ্ণ আশ্রম সচীন চাকী সড়ক এর সাধারন সম্পাদক মাখন চন্দ্র সরকার।

সভাপতিত্ব করেন- রামকৃষ্ণ আশ্রম শচীন চাকী সড়ক এর সভাপতি রণজিৎ বক্সী  সূর্য্য।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিমল চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সাধারন সম্পাদক চঞ্চল সাহা। সঞ্চালনা করেন- কবি ও ব্যাংকার দেবাশীষ দাস দেবু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাইবান্ধা ব্রীজরোড দুর্গাবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিলাদ্রী সরকার এবং যামিনী রঞ্জন সেন।  আলোচনা শুরুতে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সবশেষে আগের কমিটি বিলুপ্তি করে ৩ বছরের  জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

অন্যদিকে- রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার নবনির্বাচিত কমিটির সভাপতি- সাধারন সম্পাদক সহ সকলকে  অভিনন্দন জানিয়েন বিডি গাইবান্ধা ডট নিউজ এর বার্তা সম্পাদক,  দৈনিক নতুন দিন ও দৈনিক বায়ান্ন পত্রিকার জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা।