ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

রায়পুরে আগুনে ভষ্মিভূত মাছ বাজার ও দোকান

মোঃ ওয়াহিদুর রহমান মুরাদ : | প্রকাশের সময় : শনিবার ৭ জানুয়ারী ২০২৩ ১২:৫৭:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া বাজারে  শনিবার মধ্যরাত ২টার দিকে  আগুনে পুড়ে গেছে মাছ বাজার সহ অনেক দোকান  । খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে ব্যবসায়ীদের দোকানগুলো পুড়ে যায়। 
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দোকানের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে শুক্রবার রাত ১১ টার দিকে বাড়ীতে চলে যায়, গভীর রাতে বিদ্যুৎতের শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এসময় বাজারের মাছ বাজার ও আশেপাশের দোকান আগুনে পুঁড়ে যায়। খবর পেয়ে ব্যবসায়ীরা ঘটনাস্থলে গিয়ে কোন মালামাল উদ্ধার করতে পারেননি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। 
 
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি 
বলেন, মাছ বাজার ও দোকান আগুনে পুঁড়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের কাছে দাবি জানায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতায় এগিয়ে আসলে নতুন করে তারা আবার ব্যবসা শুরু করতে পারবে।
 
রায়পুুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর দায়িত্বরত রায়পুর ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃওহাব মিয়া বলেন, বিদ্যূৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত প্রাথমিক ধারনা হচ্ছে। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনি নিরুপণ করা সম্ভব হয়নি। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্থদের  সঙ্গে কথা বলেছি তাদের তালিকা সংগ্রহ করা হয়েছে এবং তাদের সার্বিক সহযোগিতা করা হবে।