ঢাকা, বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

রায়পুরে বিএনপি'র বিরুদ্ধে দখলের অভিযোগ করা যুবদল নেতা বহিষ্কৃত

এম আর সুমন, রায়পুর | প্রকাশের সময় : বুধবার ৮ জানুয়ারী ২০২৫ ০৫:১৭:০০ অপরাহ্ন | রাজনীতি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সোহাগকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কারের বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শামছুল আহসান মামুন বলেন, বহিষ্কৃত সোহাগের ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না। তাঁর সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন সোহাগ সম্প্রতি বিএনপি ও যুবদলের উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের বিভিন্ন নেতার বিরুদ্ধে চরের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি নিজেও চরের জমি নিয়ে কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য উল্লেখ করেন। তাঁর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার হলে দলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে তাঁকে বহিষ্কার করা হয়। 

এ বিষয়ে মহিউদ্দিন সোহাগ বলেন, বিএনপির দোহাই দিয়ে উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশীর কয়েকজন নেতা চরাঞ্চলের খাস ও মালিকীয় জমি জবরদখলের অভিযোগ করায় আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার বক্তব্য শতভাগ সঠিক। এগুলো দলীয় ফোরামের বাইরে মিডিয়ায় এভাবে বলা ঠিক হয়নি। এ জন্য দলের শাস্তি মেনে নিয়েছি। তবে অপরাধীদেরও বিচার চাই।