ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

রায়পুরে মেয়র রুবেল ভাটের উদ্যোগে গারবেজ ক্যান বিন বিতরণ।

মু.ওয়াহিদুর রহমান মুরাদ : | প্রকাশের সময় : সোমবার ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ০৮:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
   রায়পুর পৌর শহর এলাকার বিভিন্ন স্কুল কলেজ এবং  গুরুত্বপূর্ণ স্থানে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে গারবিজ ক্যান বিন প্রদান শুভ উদ্বোধন করেন রায়পুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক গিয়াসউদ্দীন রুবেল ভাট ।
 
আজ দুপুর( ১৩ই ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর পৌরসভায় আয়োজিত নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন , নিজের শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখুন এই স্লোগানকে সামনে রেখে প্রায় অর্ধ - শতাধিক সমগ্র ময়লা ফেলার প্লাষ্টিকের ডাম বিতরণ করা হয়।
 
গারবিজ ক্যান বিন বিতরণে এই সময়ে পৌর কাউন্সিলর রুবেল প্রধানিয়া ,পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন কলেজ ,স্কুল ও বাজার সংশ্লিষ্ট ব্যক্তিগত উপস্থিত ছিলেন ।
 
গারবিজ ক্যান বিন বিতরণ ব্যাক্তিগত উদ্যোগে বিতরণের বিষয়টি নিশ্চিত করে রায়পুর পৌর মেয়র গিয়াসউদ্দীন রুবেল ভাট বলেন ,পরিচ্ছন্ন নগরী গড়তে আমাদের সচেতনেতার বিকল্প নেই ।তারই ধারাবাহিকতায় রায়পুরের ডাষ্টবিনের পাশাপাশি গারবেজ ক্যান বিন প্রদান করা হলো ।সবাইকে এটি ব্যবহার করার অনুরোধ করেন ।পাশাপাশি পৌরসভার ড্রেনে ময়লা ফেলে ভরাট না করার অনুরোধ করেন।