ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

লক্ষ্মীপুরে দুই নারীকে প্রকাশ্যেই পেটালেন যুবলীগ নেতা, ভিডিও ভাইরাল

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর | প্রকাশের সময় : সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শেফালী বেগম (৫০) ও ভাবনা আক্তার (২৪) নামে দুই নারীকে প্রকাশ্যেই পিটিয়েছেন যুবলীগ নেতা রাশেদ আলম। এই ঘটনার একটি ভিডিও রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। এতে ক্ষোভ ও নিন্দা জানিয়ে ওই যুবকের বিচার দাবি করেছেন এলাকাবাসী। ঘটনার পর থেকে অভিযুক্ত রাশেদ আলম গা ঢাকা দিয়েছে।

রাশেদ আলম সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের সাহাদুল্লাহ্ হাজী বাড়িতে এই ঘটনা ঘটে।

ভাইরাল হওয়ায় ১৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় লোকজনের সামনে ওই নারীদের কাঠ দিয়ে মারধর করছে রাশেদ আলম। তাকে স্থানীয় কিছু লোক আটকানোর চেষ্টা করে। পরে ওই দুই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাশেদ ওই বাড়ির মৃত মাহবুবুল ইসলামের ছেলে। নির্যাতনের শিকার ওই দুই নারী একে অপরের আত্মীয় হয়।

ভুক্তভোগী ভাবনা আক্তার বলেন, নানার বাড়িতে তার মা ফাতেমা আক্তার ২০০৩ সালে কিছু জমি খরিদ করেন। সেই জমি জোরপূর্বক তার দূর সম্পর্কের মামাতো ভাই রাশেদ আলম বিক্রি করে দেন। রাশেদ আলম ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে রোববার দুপুরে ভাবনা ও তার খালাতো বোন শেফালী বেগম বাধা দেন। একপর্যায়ে রাশেদ তাদের এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা একে আজাদ বলেন, দুই নারী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। তাদের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তারা মারধরের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ফেসবুকের মাধ্যমে একটি ভিডিও দেখছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।