লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ৫ টি প্রতিষ্ঠান কে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভোক্তা অধিকার লক্ষ্মীপুর জেলা কার্যালয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের অভিযানে ও জেলা প্রশাসন লক্ষ্মীপুরের নির্দেশনায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন মোঃ নুর হোসেন, সহকারী পরিচালক (অ.দা.),ভোক্তা অধিদপ্তর,জেলা কার্যালয়,লক্ষ্মীপুর।
অভিযান পরিচালনাকালে
মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এবং সেবাগ্রহীতাকে যথাযথভাবে মেমো প্রদান না করায় দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারকে ৪ হাজার ও রাফসান মেডিকেল সার্ভিসেস কে ৫ হাজার টাকা- জরিমানা করা হয়।
যথাযথ উপায়ে মূল্য তালিকা না থাকায় ঘরোয়া রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদার দাম ২৮০ দরে বিক্রির অপরাধে হিজবুল্লাহ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়,এরপর মূল্য তালিকায় আদার দাম ১৪০ টাকা মূল্য লেখা হয়।
মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মেসার্স সাহা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন- জেলা কৃষি মার্কেটিং অফিসার মো.মনির হোসেন। দালাল বাজার পুলিশ ফাঁড়ির একটি টিম।