হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় শিক্ষক মো. মুমিনুল হককে (৩৭) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শুক্রবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নুরভাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুমিনুল কুমিল্লা জেলার বুড়িচং থানার সিন্দুরিয়াপাড়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, গত ১৬ মার্চ লাখাই উপজেলার এক স্কুলে এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন শিক্ষক মুমিনুল। এ ঘটনায় ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত ও বিচারের দাবিতে হবিগঞ্জ-লাখাই-সরাইল-নাসিরনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে ভিকটিমের বাবা বাদী হয়ে লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুমিনুলকে আসামি করে মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ ঘটনায় আসামিকে গ্রেফতার অভিযানে নামে র্যাব-৯। অবশেষ ঘটনার ২৪ দিনের মাথায় বখাটে শিক্ষক মুমিনুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে কলাখাই থানায় হস্তান্তর করা হয়।