ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

লাখাইয়ে বন্যার স্রোতে ধসে গেছে ব্রীজ

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২২ জুন ২০২২ ০৬:২৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের বাজারে যাওয়ার রাস্তায় অবস্থিত একমাত্র পাকা ব্রীজটি বন্যার পানিতে সম্পুর্ণ ধসে গেছে। প্রবল স্রোতের কারণে ব্রীজটির দু’পাশে মাটি সরে গিয়ে পানির নিচে তলিয়ে গেছে ব্রীজটি। আর এতে করে একদিকে বন্যা অন্যদিকে ব্রীজ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার হাজার হাজার সাধারণ মানুষ।

 

খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিন যাবত টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় নদ-নদী ও হারের পানি বেড়েই চলেছে। আর এতে করে পানির নিচে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। ইতোমধ্যে জেলার প্রায় আড়াই শতাধিক গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। এরইমধ্যে মোড়াকরি স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীসহ বাজারমুখী হাজার হাজার জনসাধারণের যাতায়তরত একমাত্র ব্রীজটি বন্যার স্রোতে ধসে পড়েছে। যার ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষদের।

 

এছাড়াও মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের নিকটবর্তী অপর একটি ব্রীজের দু’পাশের সংযোগ সড়ক বন্যার পানির স্রোতে ভেঙ্গে গেলে ঐ ব্রীজটিও হেলে পড়েছে ফলে কালাউক সদরের সাথে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে পার্শ্ববর্তী গ্রামগুলো।

 

এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন জানান, আমি উপজেলার প্রকৌশলীকে বলে দিয়েছি প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়ার জন্য। বন্যার পানি কমে গেলেই দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।