সারা দেশের ন্যায় শান্তিগঞ্জে ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ছাত্র/ ছাত্রীদের মাঝে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। রবিবার (১ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার জয়কলস উজানীগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এর পরিচালনায় পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পাঠ্যপুস্তক বিতরণের পূর্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ। পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র বিদ্যয়ের সিনিয়র শিক্ষক মো. আলা উদ্দীন, হিরেন্দ্র কুমার চক্রবর্তী, অত্র বিদ্যয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও উজানীগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সহিদ মিয়া, জয়কলস ইউপি সদস্য মছকু মিয়া, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকরী চক্রবর্তী, আলিমুল ইসলাম, ইসহাক মিয়া, মোস্তাফিজুর রহমান, এরশাদ আলী, নজরুল ইসলাম, কবিতা রানী, চম্পা রাণী সরকার, শহিবুর রহমান প্রমূখ। বছরের প্রথম দিনে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক পেয়ে খুবই আনন্দিত।