সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের যুক্তরাজ্যের (ইউকে) রেজিষ্ট্রেশন প্রাপ্ত সংগঠন 'সেবা ফাউন্ডেশন' এর উদ্যোগে ৩ হাজার দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (০৪ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বাদুল্লাহপুর, বেতকোনা ও ডিগারকান্দি গ্রামে মাহে রমজান উপলক্ষে ৩ হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রতি জনকে ৫ কেজি চাল, ৩ কেজি পেয়াজ, ৩ কেজি ছোলা, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার তৈল সহ প্রতি প্যাকেটে ১৬ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সেবা ফাউন্ডেশন ইউকের সিইও তমরোজ মিয়া, বাংলাদেশ ব্রাঞ্চের ম্যানেজিং ডিরেক্টর শিপন আহমেদ রিজন, এম্বাসিটর আফজাল হোসেন, সিনিয়র সদস্য বাবুল হোসেন, শাহীনুর রহমান সহ সেবা ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।
পরে, বিকালে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামে অসহায় দরিদ্র মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
এর আগে এই সংগঠনটি সিলেট বিভাগের কোম্পানীগঞ্জ, বড়লেখা, সুনামগঞ্জ, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় মাহে রমজানের উপহার সামগ্রী মানুষের মাঝে পৌঁছে দেন।