শান্তিগঞ্জে সড়ক ও জনপথ প্রকৌশল সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ শতটি পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা হারে ৩ লক্ষ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আসামপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট সুনামগঞ্জের দায়িত্ব প্রাপ্ত তত্ত্বাবধায়ক উৎপল সামন্ত,সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক অমিত কুমার চক্রবর্তী, ঢাকা সিলেট ৬ লেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ রায়, সড়ক ও জনপথ বিভাগের সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক,উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান,জয়কলস ইউনিয়নের সাবেক মেম্বার আরমুছ আলী।
সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট সুনামগঞ্জের দায়িত্ব প্রাপ্ত তত্ত্বাবধায়ক উৎপল সামন্ত বলেন, আমরা সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির মাধ্যমে সুনামগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ক্রমান্বয়ে ১৫ লক্ষ টাকা বিতরণের অংশ হিসেবে শান্তিগঞ্জ উপজেলায় ১ শত পরিবারকে ৩ লক্ষ টাকা বিতরন করলাম অবশিষ্ট ১৩ লক্ষ টাকা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। তিনি যেসব এলাকায় অনুদান পৌছেনি যাচাই বাছাই করে বিতরণ করবেন।