ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

শাবিপ্রবিতে রাসূল (সা:) কে কটুক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল

শাবিপ্রবি প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৩ জুন ২০২২ ০৩:২৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তির প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ই জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে। পরবর্তীতে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে শেষ হয়।

 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, 'বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপি নেতা নবিন জিন্দাল কর্তৃক বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মু'মিনিন হযরত আয়িশা (রা.) এর প্রতি কটূক্তির প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। ভারতসহ সারাবিশ্বের নির্যাতিত মুসলমানদের উপর অত্যাচার ও হত্যাযজ্ঞ বন্ধে সরকারকে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। শাবিপ্রবির কোনো শিক্ষার্থী ভবিষ্যতে অনলাইন বা অফলাইনে রাসূল সা. এর ব্যাপারে বেয়াদবি বা কটূক্তি করলে তাকে তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে এক্ষেত্রে কোনো বিলম্ব মেনে নেওয়া হবেনা। মহানবী (সা:) ও অন্যান্য সকল নবী রাসূলের কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদন্ড প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। শাবিপ্রবিতে ইসলামবিরোধী যে কোনো কাজের ব্যাপারে প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং তা প্রতিরোধ করতে হবে।'

 

শিক্ষার্থীরা আরও বলেন, 'ভারতীয় পোষাক-সামগ্রী বয়কট করতে হবে। ভারতীয় চলচিত্র, গান, সিরিয়ালসহ টিভি চ্যানেল বয়কটের আহবান জানান।'