ঢাকা, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ই অগ্রহায়ণ ১৪৩১

শিক্ষা বান্ধব প্রধান শিক্ষক

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ অগাস্ট ২০২৩ ০৮:৪১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
হুগলীয়া হাজী মনছব উল্লা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাছান
কামরুল হাছান কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন পোমকাড়া গ্রামের, মৃত মোঃ ইব্রাহিম ও মাতা: ভানুবিবি এর বড় ছেলে। তিনি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এম এ ফার্স্ট ক্লাস পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি ১৯৮৭সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। পরে ২০০০ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা মোহাজেরাবাদ গ্রামে অনুমতি বিহীন জরাজীর্ণ অবস্থায় মোহাজেরাবাদ স্কুলটিতে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।
 
যোগদানের পর থেকে নিরলস ভাবে দীর্ঘ ২৩ বছর যাবত কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে একটি পূর্ণাঙ্গ স্কুল হিসেবে প্রতিষ্ঠিত করে। পরে গত ৩১/০১/২০২৩ তারিখে অব্যাহতি নিয়ে শ্রীমঙ্গল উপজেলার প্রাচীনতম ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়, হুগলীয়া হাজী মনছব উল্লা উচ্চবিদ্যালয়ে গত ০১/০২/২৩ তারিখ যোগদান  করেন। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অত্র বিদ্যালয়ের সভাপতি ও ৪নং সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইয়াছিন আরাফাত রবিন, এবং ম্যানেজিং কমিটির সকল সদস্য ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ সমন্বয়ে গত ১২/০২/২৩ তারিখে এক সমাবেশ করে প্রধান শিক্ষকের যাত্রা শুরু হয়। তিনি একজন আর্দশবান শিক্ষক। তাহার অভিজ্ঞতা ও দৃঢ় নেতৃত্বে ২০২৩ সালের হুগলীয়া হাজী মনছব উল্লা উচ্চবিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক। পাসের হার ৭৯.৮২% এবং একজন A+। তিনি ২০১৯ সালে জাতীয় শিক্ষাসপ্তাহ এ সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন। এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। তাহার এই শ্রেষ্ঠত্বের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা থেকে অসংখ্য সন্মানা পদক অর্জন করেন। তাহার কর্মস্পৃহা, সততা ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে  প্রাচীনতম বিদ্যালয়টি একটি আর্দশ বিদ্যালয় হিসাবে রুপদেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।