ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে স্কুলছাত্র নিহত

শিবচর(মাদারীপুর)প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ৫ জুলাই ২০২৩ ০৩:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে আবদুল্লাহ (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে দূর্ঘটনার শিকার হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।
নিহত আবদুল্লাহ বহেরাতলা উত্তর ইউনিয়নের চর গজারিয়া এলাকার আব্দুর রশিদ ভুট্টার ছেলে। সে হাজী বাছের মৌলভী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে।
 
 
জানা যায়, মঙ্গলবার দুপুরে আড়াইটার দিকে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর ফার্মগেট এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে যায় আবদুল্লাহ। তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল্লাহ শিবচর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
 
শিবচর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মৃত্যুর বিষয়ে আমাদের কেউ জানায়নি। তবে খোঁজ খবর নিচ্ছি।