ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

শৈলকুপায় নাগরিক অধিকার নিশ্চিত করণে ছাত্রদের সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৭ অগাস্ট ২০২৪ ০৮:৫৩:০০ অপরাহ্ন | খুলনা

নাগরিক অধিকার নিশ্চিত করণে ঝিনাইদহের শৈলকুপায় মুক্ত আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি বাজারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছাত্র আন্দোলনকারীরাসহ সাধারণ মানুষ অংশ নেয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার সারুটিয়া ইউনিয়নের সমন্বয়ক আজিজুর রহমান, হাফিজুর, রাসেল হোসেন, মামুন, সজিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘সারুটিয়া ইউনিয়নে গত ১৫ বছরে সাধারণ মানুষ জিম্মী ছিল। চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্থদের অত্যাচারের এখানে কোনো উন্নয়নই হয়নি বরং সামাজিক আধিপত্য নিয়ে বহু সাধারণ মানুষের প্রাণ ঝড়েছে । ইউনিয়নের চেয়ারম্যানসহ আ.লীগ কর্মীরা কোটি কোটি টাকার সম্পদ গড়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। তারা হুঁশিয়ারী দিয়ে বলেন, স্বাধীন বাংলাদেশে নতুন করে আর কাউকে ছাড় দেওয়া হবেনা। সবরকম অন্যায় কাজ সাধারণ ছাত্ররা কঠোরভাবে দমন করবে ।’

সমাবেশ শেষে একটি শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষে হয়।