ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ৩ ব্যাবসায়ী আটক

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ২৯ অগাস্ট ২০২২ ০৭:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তাদেরকে আটক করে। 

 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খামারিয়া পাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে আকবর হোসেন (৪২), জুলহাস উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন দেলু (৩০) ও সাতানি শ্রীবরদী এলাকার  মৃত শফি উদ্দিনের ছেলে রতন মিয়া (৪৫) দীর্ঘদিন যাবত এলাকায় হিরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে। একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক আইনে কয়েকটি মামলাও রয়েছে। তবে জামিনে এসে আবারো মাদক ব্যবসা করায় এলাকায় তারা মাদক সম্রাট হিসেবে পরিচিত হয়ে ওঠে। এবারের অভিযানে পৃথক স্থান থেকে হেরোইন সহ তাদেরকে গ্রেফতার করে। স্থানীয়রা জানান, এসব মাদক ব্যবসায়ীরা জামিনে এসেই মাদক ব্যবসা করায় সহজে মাদক দ্রব্য পেয়ে উঠতি বয়সের ছেলেরা। 

 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে সাড়ে তিন গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আজ সোমবার আটককৃতদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।