ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

শ্রী শ্রী অঁভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের অনুমোদন দিলেন চসিক মেয়র

মো. মাসুদ রানা, চট্টগ্রাম | প্রকাশের সময় : রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ০৭:১৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শ্রী শ্রী অঁভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদ কমিটির অনুমোদন দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

সম্প্রতি শ্রী শ্রী অঁভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষেদের অফিস কক্ষে বাবু আর কে দাশ রুপুর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রধান পৃষ্ঠপোষক ও লায়ন আর. কে দাশ রুপুকে প্রধান উপদেষ্টা করে ২০২৪-২০২৭ পর্যন্ত তিন বছর মেয়াদে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ঘোষিত কমিটির অনুমোদন দেন।

কমিটির সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা আশুতোষ দে, কার্যকরী সভাপতি এস.কে নাথ (শ্যামল), সহসভাপতি বিপ্লব বসাক, এড্ উত্তর রাময়, লায়ন দিলীপ ঘোষ, লায়ন তাপস কুমার নন্দী, সবীব সিংহ রুবেল, উত্তম মহাজন (নব), তমাল শর্মা চৌধুরী, দিপাল মজুমদার, নিখেল দে  (গোলপাহাড়), সাধারণ সম্পাদক রাজীব ধর (তমাল), কার্যকরী সম্পাদক বিপ্লব দে, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, প্রিয়তোষ চৌধুরী, মিশুল মন্ডল, এড. নিখিল কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক সমীর চৌধুরী (অপু), সহ-সাংগঠনিক সম্পাদক সুমন ঘোষ বাদশা, অর্থ সম্পাদক রতন আচার্য্য, সহ অর্থ সম্পাদক লিটন মজকুরী, মহিলা সম্পদিকা শিক্ষিকা রিংকু ভট্টাচার্য্য, সহ মহিলা সম্পদিকা রূপসী দাশ, কার্যকরী সদস্য রাহুল তালুকদার, রনব্রত চৌধুরী, সুজন দাশ, সাজু দাশ, প্রভাষ কুমার দে, প্রকৌশলী সমরজিৎ দাশ, কৃষ্ণ কান্তি দত্ত, অমল চৌধুরী, বিপ্লব চৌধুরী, প্রকৌশলী অমল নাথ, অঙ্কুশ দে, সঞ্জয় আচার্য্য, অসীম কুমার দাশ, দিলীপ কান্তি চৌধুরী, প্রকৌশলী প্রিয় শংকর নন্দী, কৃষ্ণ কর্মকার, বিষ্ণু দে, আশীষ আচার্য্য, সুজিত সিংহ গণেশ, লিটন শীল, চন্দন দে, দিলীপ দত্ত, বিকাশ দাশ গুপ্ত, প্রণব কুমার শর্মা, প্রকৌশলী রুবেল দাশ, প্রকৌশলী অনিক দাশ, সত্যজিৎ চৌধুরী (ফুলু), রাজীব মিত্র, মনতোষ ঘোষ, নিখিল ঘোষ, মিহির দাশ রামু (গোসাইলডাাঙ্গা), রাজু কান্তি দে, মিথুন দাশ (আন্দরকিল্লা), সুকান্ত মজুমদার, অসিত কুমার বিশ্বাস, দীপক চৌধুরী কালু, সুমন গোস্বামী, অনিক দাশ, আশীষ আচার্য্য, অসীম বণিক, টিটু নাথ, লায়ন অনিমেষ রায় চৌধুরী, গৌকুল সিকদার, রূপম কর্মকার, নিহার দত্ত ও সুমন চৌধুরী।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ