ঢাকা, রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১
কিছু নমুনা পাঠানো হবে বিদেশে

সচিবালয়ে আগুনের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা মঙ্গলবার: সিনিয়র সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ ০৫:১৩:০০ অপরাহ্ন | জাতীয়

সম্প্রতি সচিবালয়ে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনায় আগামীকাল মঙ্গলবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে তদন্ত কমিটি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আগুনের ঘটনার কিছু নমুনা বিদেশে পাঠানোর প্রত্যাশা করলেও কোন দেশে পাঠানো হবে তা এখনও নির্ধারণ করা হয় নি বলে জানিয়েছেন তিনি।  

সোমবার ( ৩০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠক শেষ সাংবাদিকদের এ তথ্য জানান সিনিয়র সচিব নাসিমুল গনি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। কিছু নমুনা বিদেশে পাঠানো হবে বলেও জানান সচিব। যেসব নমুনা পরীক্ষার ব্যবস্থা দেশে নেই সেগুলো বিদেশে পরীক্ষার জন্য পাঠানো হবে।

কোন দেশে পাঠানো হচ্ছে, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সচিব বলেন, যেখানে বা যে দেশে এটার ভালো পরীক্ষা নিরীক্ষা হবে সে দেশেই পাঠানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এর প্রতিবেদন যাতে পাওয়া যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কি না এ প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এরআগে গতকাল রোববার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে আট সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্র্বতীকালীন সরকার।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে গৃহায়ণসচিব, পুলিশের আইজিপি, কমিটির সদস্যসচিব থাকবেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ, এবং বুয়েট থেকে তিনজন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।

গত বুধবার মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। আগুনে নয়তলাবিশিষ্ট ৭ নম্বর ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে গেছে। এসব তলায় কিছুই অক্ষত নেই। কোথাও কোথাও দেয়ালের পলেস্তারা, সিঁড়ির ঢালাই খসে পড়েছে। আগুন নিয়ন্ত্রণ করার সময় ফায়ার ফাইটারের এক কর্মী সচিবালয়ের নিচে রাস্তায় গাড়ী চাপায় প্রাণ হারায়।

বায়ান্ন/এমএমএল/পিএইচ