ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

সমাজের গরীব ও দুঃস্থ মানুষ ভাল থাকলেই আমরা ভাল থাকব - এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৪ ডিসেম্বর ২০২১ ০৫:১০:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, সমাজের গরীব ও দুঃস্থ মানুষ ভাল থাকলেই আমরা ভাল থাকব।  শনিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ খাবার বিতরণ ও আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজী ও মাদক দ্রব্য নির্মুল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আপনাদের সামনে যদি মাদক ব্যবসা, চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত হয় তাহলে সাথে সাথে পুলিশকে জানাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মিসেস কোহিনুর মোহন। তিনি বলেন, মুনলাইটের উদ্যোগে দুঃস্থ, ছিন্নমুল ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ একটি মহতি উদ্যোগ। মনুলাইটের সকল কর্মকান্ডকে সহযোগিতা করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু।

মুনলাইট ডেভেলটমেন্ট সোসাইটি ১৪ জুন ২০২০ থেকে বগুড়া শহরের সাতমাথায় প্রতিদিন দুপুরে গরীব, দুঃস্থ ও প্রতিবন্ধীদের রান্না করা খাবার দিয়ে আসছে। এছাড়া বগুড়া জেলার গাবতলী উপজেলা সুবাদ বাজারে প্রতি শুক্রবার দুপুরে করোনায় ক্ষতিগ্রস্ত তৃণমুল পর্যায়ে ছিন্নমুল, প্রতিবন্ধীদের খাবার বিতরণ করা হয়।

মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বগুড়ার নাটাইপাড়া ‘মুনলাইট চিলড্রেনস হোম’ এ ১৮ জন এতিম শিশুদের লালন পালন করা হয়। এছাড়াও দরিদ্র ও মেধাবী ২২ ছাত্রের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় ৪২ জনকে প্রতি মাসে প্রবীণ ভাতা প্রদান করা হয়। বগুড়ার গাবতলী উপজেলার সুবাদ বাজারে মুনলাইট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সপ্তাহের প্রতি শনিবার পাঠদান কার্যক্রম পরিচালনা ও থেরাপী দেয়া করা হয়।

প্রতিবন্ধী দিবস উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচীর শেষ দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার সুবাদ বাজারে মুনলাইট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে আলোচনা সভা, র‌্যালী ও খাবার বিতরণ করা হয়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, বগুড়ার ডিবির পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওয়ালিউল্লাহ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক গণেশ দাস, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোমিনুর রশিদ শাহিন, করতোয়ার ফটো সাংবাদিক শফিকুল ইসলাম, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার ছালাম ও বিধান চন্দ্র সিং।