চট্টগ্রামের সাতকানিয়ায় নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে গরুর মাংস বিক্রির কার্যক্রম পরিচালনা করেছে এওচিয়া প্রবাসী ফাউন্ডেশন। এর আগে ভর্তুকি মূল্যে শাক-সবজি বিক্রি কর্মসূচি পালন করে সংগঠনটি।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সাতকানিয়ার এওচিয়ার টেক নামক স্থানে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ পোহাতে ভর্তুকি মূল্যে প্রতি কেজি ছয়শত টাকা ধরে প্রায় ৫০ মন গরুর মাংস বিক্রি করা হয়। ভর্তুকি মূল্যে গরুর মাংস কিনতে পেরে সাধারণ মানুষের ভীড় জমে। এর আগে ভর্তুকি মূল্যে দিনব্যাপী শাক-সবজি বিক্রি কর্মসূচি পালন করে সংগঠনটি।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক হোছাঈন বলেন, নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে গরুর মাংস বিক্রি একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। মানবিক এমন কর্মসূচি পালন করায় প্রবাসী ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি ও জনমানুষের দুর্ভোগ লাঘবে গঠনমূলক আরো কার্যক্রমে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
এসময় প্রবাসী ফাউন্ডেশনের দায়িত্বশীল নাসির উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রবাসী ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. জাফর উল্লাহ, ইলিয়াস চৌধুরী, প্রবাসী ফাউন্ডেশনের এডমিন আবদুর রহিম, মুহাম্মদ কাশেম, এহসানুল হক চৌধুরী, শেখুল ইসলাম প্রমুখ।
বায়ান্ন/এসএ