ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

সারা পৃথিবীতে যখন জ্বালানি তেল ও ভোজ্য তেলের দাম নিম্নমূখি তখন বাংলাদেশে বাড়ে- ডাঃ এজেডএম জাহিদ হোসেন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৪ অগাস্ট ২০২২ ০৪:১২:০০ অপরাহ্ন | দেশের খবর

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সভাপতি ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জ্বালানি তেল বা ভোজ্য তেলের দাম যখন সারা পৃথিবীতে নিম্নমূখি তখন বাংলাদেশে এর দাম বাড়ে। বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠা, হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনঃ উদ্ধারের জন্য আন্দোলন করছে। তাই এই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া যায় না।

তিনি আরও বলেন, সারাদেশের বিএনপির নেতা-কর্মীদের ইস্পাতের মতো শক্ত হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে খালেদা জিয়াকে মুক্ত করা এবং তারেক রহমানকে স্বদেশ প্রত্যর্বণ করা সম্ভব হবে। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া বিএনপি কোন নির্বাচনে যাবেনা বলেও হুশিয়ারী দেন তিনি। 

বুধবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাহিলি বাজারে দলীয় অফিসের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, পৌর বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হক সহ অনেকে।

জ্বালানি তেল, গণপরিবহনে ভাড়া ও নিত্যপন্যের মুল্য বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং,  ভোলায় পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।