ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

সালমান-আনিসুল-দীপু মনিসহ ৯ জনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫ ১২:৫১:০০ অপরাহ্ন | জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ ৯ জনকে দুদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইসতিয়াক শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে উভয় থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে:

* সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক

* সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

* সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান

* সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

* সাবেক মেয়র আতিকুল ইসলাম

* সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম

* সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক

* বাড্ডা থানা শ্রমিক লীগের সহসভাপতি গোলাম সারোয়ার পিন্টু।

* কোতোয়ালি থানার হত্যাচেষ্টা মামলা

* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিক কুমার দাস হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে:

* সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম

* কাউন্সিলর রঞ্জন বিশ্বাস।

বাড্ডা থানার মামলার এজাহার অনুযায়ী, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। বিকেল ৩টার দিকে আন্দোলন চলাকালে আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

এরপর নিহতের পরিবার ২১ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করে, যেখানে উল্লিখিত আসামিদের নাম উল্লেখ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রিমান্ডে নেওয়া আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটন করা হবে।

বায়ান্ন/এএস/পিএইচ