ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

সিলেটের বন্যাকবলিত মানুষ প্রতি বরাদ্দ সাড়ে ৮ টাকা

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : বুধবার ৬ জুলাই ২০২২ ০১:৫৮:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের বন্যাকবলিত প্রায় ৩০ লাখ মানুষের জন্য জনপ্রতি বরাদ্দ মিলেছে সাড়ে ৮ টাকা করে। আর চাল বরাদ্দ এসেছে আধা কেজির মতো! সিলেট জেলা প্রশাসনের তথ্যানুসারে, ভারি বর্ষণ আর সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গত ১৪ জুন থেকে সিলেট জেলায় বন্যা দেখা দেয়। সিলেট সিটি করপোরেশন এলাকা ছাড়াও জেলার ১৩টি উপজেলাই এবং ৫টি পৌরসভা বন্যার কবলে পড়ে।

গত রোববার সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা এবং ত্রাণ সহায়তার বিস্তারিত তথ্য জানানো হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান জানান, বন্যায় ৪ লাখ ৮৪ হাজার ৩৮৩টি পরিবারের ২৯ লাখ ৯৯ হাজার ৪৩৩ জন সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৪০ হাজারের বেশি ঘরবাড়ি ভেঙে গেছে।

তিনি আরও জানান, গত রোববার পর্যন্ত সিলেটে ২ কোটি ৫৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬৫ লাখ টাকা আসে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে। এ ছাড়া ১ হাজার ৬১২ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়ে বিতরণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত লোকসংখ্যার সাথে ত্রাণ সহায়তার পরিমাণ ভাগ করলে দেখা যাচ্ছে, প্রায় ৩০ লাখ ক্ষতিগ্রস্ত লোকের প্রত্যেকের জন্য জনপ্রতি বরাদ্দ হয়েছে ৮ টাকা ৫৬ পয়সা। আর জনপ্রতি চাল বরাদ্দ হয়েছে ০.৫৩ কেজি।

এর বাইরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শিশুখাদ্যের জন্য ১০ লাখ টাকা, গোখাদ্যের জন্য ১০ লাখ টাকা এবং ২০ হাজার ২১৮ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সচেতন মহল মনে করছেন, সিলেটে সরকারি পর্যায় থেকে যে ত্রাণ সহায়তা এসেছে, তা খুবই অপ্রতুল। এক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গাফিলতি আছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী  বলেন, ‘ত্রাণ সহায়তার এই পরিমাণ দেখে আমরা বিস্মিত, হতবাক। এটা একেবারেই অপ্রতুল সহায়তা।’


সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান জানিয়েছেন, নগদ বিতরণের জন্য ৫০ লাখ টাকা, শিশুখাদ্যের জন্য ১০ লাখ টাকা এবং গোখাদ্যের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।