ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

সিলেটের হরিপুরে অজ্ঞাতনামা লাশ

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বুধবার ১৩ এপ্রিল ২০২২ ০৪:২৩:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। মঙ্গলবার বেলা ২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে হরিপুর এলাকার খরিচরপুল নামক স্থানে রাস্তার পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ বেলা ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশটি ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশটি কার, কীভাবে মৃত্যু ঘটলো ও কীভাবে এ স্থানে আসলো এসব বিষয় জানার চেষ্টা করা হচ্ছে।