ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ ডিসেম্বর ২০২১ ০২:৪০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট জেলা শাখার আওতাধীন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাখার ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা করা হয়েছে। সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (১ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

 

সেই সাথে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ প্রত্যাশীদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট স্ব-শরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।