সিলেট দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড ভার্থখলাস্থ রেলগেইট সংলগ্ন মেসার্স আজিজ ইলেকট্রিক নামীয় দোকানের সামন থেকে ধারালো অস্ত্রসহ ২ জন ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দক্ষিণ সুরমা ভার্থখলার মো: সুহেল রানার ছেলে মো. শাহান আহমদ (২৪) ও দক্ষিণ সুরমা মকন দোকান খানুয়া এলাকার মৃত খাইরুল ইসলামের ছেলে রাজ আহমদ উরফে আব্দুল আহাদ (২১)।
দক্ষিণ সুরমা থানা সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে মোমিনখোলা মো. শামছুল হক (৩৮), তার ছেলে মো. নাঈম আহমদ (১৭), ভাগিনা মো. সানি আহমদ (১৭) ও তাহার ছেলের বন্ধু মো. সাকির আহমদ (১৮) দোকান হতে কিছু ফলমুল নিয়ে বাসার অন্যান্য বাজার খরচ করার জন্য ভার্থখলা রেলগেইটস্থ ভূষি মালের দোকানে যায়। বাড়ী ফেরার পথে বঙ্গবীর রোড ভার্থখলাস্থ রেলগেইট সংলগ্ন মেসার্স আজিজ ইলেকট্রিক নামীয় দোকানের সামনে আসলে শাহান ও রাজ আহমদ তাদের পথরোধ করে। তারা টিপ চাকু বের করে ভয়ভীতি দেখিয়ে মো. শাহান আহমদ মো. শামছুল হকের ছেলের শার্টের কলার চাপিয়া ধরিয়া তাদের কাছ থেকে জোরপূর্বক মোবাইল সেট, মো. শামছুল হকের ছেলের বন্ধু মো. সাকির আহমদ এর শার্টের কলার ধরিয়া জোরপূর্বক তাহার প্যান্টের পকেটে থাকা মোবাইল সেট ও মো. শামছুল হকের ছেলের প্যান্টের পকেটে থাকা বাজার খরচের ৬২০ টাকা ও তাহার ছেলের বন্ধুর প্যান্টের পকেটে থেকে নগদ ৩ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়। এসময় মো. শামছুল হকের ছেলে, ভাগিনা ও ছেলের বন্ধুর চিৎকার করলে আশপাশ হইতে লোকজন ঘটনাস্থলে এসে শাহান ও রাজ আহমদ আটক করে।
স্থানীয় লোকজন টহল পুলিশকে সংবাদ দিলে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সোহেল রানা পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ উপস্থিত জনতার হাত থেকে শাহান ও রাজ আহমদ আটক করেন।
এসময় পুলিশ তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ২টি টিপ চাকু উদ্ধার করে।আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার।