সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান'র ৮৭তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির বিভিন্ন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার (১৯শে জানুয়ারি) সকাল ৯টায় মহানগর বিএনপি'র ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনভর কর্মসূচী শুরু হয়, এর পরে বাদ জোহর হজরত শাহজালাল মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। বিকাল ২টায় হজরত শাহজালাল দরগা প্রাঙ্গনে অসহায়, দুস্থ মানুষের মাঝে শিরনী বিতরণ করা হয়।
সন্ধা ৬টায় সময় জিয়াউর রহমান'র জীবন ও কর্মের উপর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ সকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম আহবায়ক রেজাউল আলম কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, এমদাদ হোসেন চৌধুরী, নজীবুর রহমান নজীব, আহবায়ক কমিটির সদস্য সৈয়দ তৌফিকুল হাদী, আফজাল উদ্দিন, মাহবুব চৌধুরী, মহানগর বিএনপি'র ১নং সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ ও নজির হোসেন, সাংগঠনিক আব্দুল মুনতাসির চৌধুরী সাব্বিহ, ৪নং ওয়ার্ডের সভাপতি মিজান আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক এবি মজুমদার রনি, ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আব্দুল্লাহ শফি সাঈদ সাহেদ, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এ এসএম সায়েম, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল বক্স, ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোঃ তায়েফ, ১৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেল, ১৬নং সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, ২১নং ওযার্ডের সভাপতি খায়রুল ইসলাম খায়ের, ২৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এম এ মান্নান, মহানগর বিএনপি নেতা মুফতি সৈয়দ নেহাল উদ্দিন, শফিকুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, বিএনপি নেতা খালেদ আকবর চৌধুরী, মহানগর যুবদলনেতা এমদাদুল হক স্বপন, বিএনপি নেতা মঞ্জুর হোসেন, আসাদুল হক আসাদ, বিমল দেবনাথ, জুবেদ আমীরী, উজ্জল রঞ্জন চন্দ, মনজুরুল করিম তুহিন, সুহেল আহমদ প্রমুখ।
শিরনী বিতরণের পূর্বে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান'র ৮৭তম জন্মবার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তাঁর জীবন ও কর্ম বাংলাদেশের মানুষের ভাগ্য গড়ে দিয়েছে। বাংলাদেশ যতবার পথ হারিয়ে ততবারই জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাড়িয়েছে। আধুনিক বাংলাদেশের ভীত রচনা করে গিয়েছিলেন জিয়াউর রহমান।
এসময় মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, জিয়াউর রহমানের জীবন ও কর্ম, আমাদের ন্যায়, সত্য ও সংগ্রামের শিক্ষা দেয়। তিনি স্বাধীনতার ঘোষণা, গণতন্ত্রের প্রবর্তক ও সফল রাষ্ট্র নায়ক। বিএনপি তাঁর আদর্শ লালন করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করছে। তিনি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন।