ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি’র প্রতিনিধি দলের আখাউড়া দিয়ে আগরতলা গমণ

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : বুধবার ৭ ডিসেম্বর ২০২২ ০৯:১৭:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সেইফ ফোর্স (বিএসএফ) আঞ্চলিক কমাণ্ডার পর্যায়ের বৈঠকে যোগ দিতে বিজিবির প্রতিনিধি দল আগরতলায় গিয়েছেন। বুধবার (০৭ ডিসেম্বর) সকালে আখাউড়া-আগরতলা চেকপোষ্টের জিরো পয়েন্টে প্রতিনিধি দলকে বিএসএফ গকুলনগরের ডিআইজি রাজেশ কুমার কানওয়ার স্বাগত জানান।
 
 
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও চট্টগ্রাম রিজিওন কমাণ্ডার তানভীর গণী চৌধুরীর নেতুত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বিজিবি চট্টগ্রাম রিজিওন কমাণ্ডার ও বিএসএফ ত্রিপুরার ফ্রন্টিয়ার কমান্ডার পর্যায়ে তিন দিনের এই বৈঠক ত্রিপুরা রাজ্যের জেলা সদর আগরতলায় অনুষ্ঠিত হবে। 
বৈঠকে বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ বৃদ্ধি, সীমান্তে যৌথ টহল জোরদার, চোরাচালান প্রতিরোধ ও অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
 
 
বাংলাদেশ দলের দলনেতা বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও চট্টগ্রাম রিজিওন কমাণ্ডার তানভীর গণী চৌধুরী সাংবাদিকদের বলেছেন, এটি রুটিন বৈঠক। যা বছরে দুইবার অনুষ্ঠিত হয়। তিন দিনের এই দ্বি-পাক্ষিক এই বৈঠক বিজিবির রিজিওন কমাণ্ডার এবং বিএসএফ ফ্রন্টিয়ার কমাণ্ডার পর্যায়ে অনুষ্ঠিত হবে। আমাদের কিছু এজেণ্ডা আছে, তাদেরও এজেণ্ডা আছে। আশা করছি বৈঠক ফলপ্রসূ হবে। (ছবি : মেইলে সংযুক্ত)