ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

সেফটিক ট্যাংক থেকে নবজাতকের মরদেহ উদ্ধার, মা আটক

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ০২:৪৬:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
ঝিনাইদহে সেফটিক ট্যাংক থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে নবজাতকের মা খালেদা আক্তার কল্পনাকে।
 
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শহরের হামদহ শান্তিনগর পাড়ার একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে ওই এলাকার রিকশাচালক সুমনের স্ত্রী খালেদা আক্তার কল্পনা একটি কন্যা সন্তান প্রসব করেন। সকালে ঘুম থেকে উঠে কোলে বাচ্চা পাননি স্বামী। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বাচ্চার সন্ধান পাওয়া না গেলে সন্ধ্যায় খালেদার প্রতিবেশীরা এসে জিজ্ঞাসা করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, ঘরের পাশের সেফটিক ট্যাংক থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
 
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মা খালেদাকে আটক করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
তিনি আরো জানান, সুমন ও কল্পনার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে। তাদের ২ মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে।