দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্য, এবিএম ওয়াটার কোম্পানীর কর্ণধার ও বিশিষ্ট শিল্পপতি এ কে এম আতাউল করিম জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক টানা ৪র্থ বারের মত সিলেট বিভাগের সেরা করদাতা ঘোষিত হওয়ায় তাকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা ও সহ সভাপতি তাহমিন আহমদ আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।
চেম্বার নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, এ কে এম আতাউল করিম তরুণ শিল্পোদ্যোক্তা হিসেবে যেভাবে সারাদেশে সুখ্যাতি অর্জন করেছেন, সেভাবে সিলেট তথা সমগ্র দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। চেম্বার নেতৃবৃন্দ তার উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন।