পূর্ব থেকেই জামালপুরের সরিষাবাড়ী উপজেলাধীন মহাদান ইউনিয়নের ৩ হাজার ৬৩ জন উপকারভোগীর মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করা হচ্ছে। বুধবারও ছিল টিসিবি পণ্য বিতরণের দিন। এ দিন পণ্য বিতরণে অনেকটাই স্বচ্ছতা পরিলক্ষিত হয়েছে। এ কারণে সচেতন মহলে স্বস্তি দেখা দিয়েছে যে, এর সুফল পাবে প্রকৃত উপকারভোগীরা।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, অত্র ইউনিয়নে ৪ জন ডিলারের মাধ্যমে ৩ হাজার ৬৩ জনের মাঝে পণ্য বিতরণ করা হচ্ছে। উপকারভোগীদের মধ্যে করোনাকালীন প্রণোদনা প্রাপ্ত ২ হাজার ১শ’ জন আর চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামীলীগ নেতাদের দেয়া ৯ শ’ ৬৩ জন রয়েছে। ডিলারদের মধ্যে উজ্জ্বল, জুয়েল মিয়া, আলমগীর ও মহির উদ্দিনের নামে উপকারভোগীদের পণ্য বরাদ্দ দেয়া হয়। ৪ শ’ ৮০ টাকা মূল্যের প্যাকেজে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল। শুরু থেকে গত মাসের টিসিবি’র পণ্য বিতরণে প্রায়ই ঘাটতি দেখা দিত। সে সময় ডিলাররা চালাকি করে পণ্যের পরিমাণ কম এনেছে বলে অভিযোগ তুলতো উপকারভোগীসহ অন্যরা। ক্ষেত্র বিশেষে আসলে হয়েছেও তাই। পরে ডিলাররা তাদের গুদাম থেকে আবার পণ্য এনে বিতরণ করেছে। কিন্তু গতকাল বুধবার পণ্য বিতরনেও ১৫ জনের পণ্য ঘাটতি পরে। কারণ হিসেবে জানা যায়, এর আগে চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামীলীগ নেতারা বিতরনের সময় উপকারভোগী ছাড়াও অন্যদেরকে পণ্য দিয়েছে। এবার চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামীলীগ নেতারা মাঠে না থাকলেও পূর্বের ধারাবাহিকতায় একটু আধটু রেশ রয়ে গেছে।