ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

হরিপুরে উপজেলায় সূর্বণ রজত জয়ন্তী দিবসে জনতার ঢল

মোঃ আনোয়ার হোসেন হরিপুর, ঠাকুরগাঁও | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর ২০২১ ০৬:০১:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬-১২-২০২১ ইং তারিখ  সূর্যোদয়ের সাথে সাথে  ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এবং অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীনতার সূবর্ণ রজতজয়ন্তী  বাঙালির জাতির ঐতিহাসিক দিনটি কে কালের স্বাক্ষী হয়ে  স্বরণীয় করার জন্য হাজারো মানুষের ঢল। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ,মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তি যোদ্ধা কমান্ডার ও অন্যান্য মুক্তি যোদ্ধাগণ, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ। 
 
পুষ্পমাল্য শেষে হরিপুর   সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন  পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউটস,গার্লসগাইড,বিএনসিসি, ছাত্র - ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে ও ক্রীড়া  অনুষ্ঠিত হয়।  সমাবেশ শেষে বিভিন্ন  বীর মুক্তি যোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তি যোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভা, অনুষ্ঠিত হয়। 
হরিপুর সদর হাসপাতালে চিকিৎসারত রোগীর মাঝে উন্নত মানের খাবার পরিবেশন ও বিকেলে  উপজেলা পরিষদ ও  মুক্তি যোদ্ধা সংসদ  বনাম হরিপুর ইউনিয়ন পরিষদ একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়।
উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃজিয়াউল হাসান মুকুল ও মাননীয় উপজেলা নির্বাহী  অফিসার মোঃ আব্দুল করিম,মোঃ রাকিবুজ্জামান সহকারী কমিশনার( ভূমি)এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাবু নগেন কুমার পাল ভারপ্রাপ্ত সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগ  উপজেলা শাখা, মুক্তিযোদ্ধা, মোঃ  রুবেল হোসেন   কৃষি  কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, , উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রাফিউল ইসলাম , উপজেলা মাধ্যমিক অফিসার, উপজেলা মৎস্য অফিসার,  উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবদুল করিম ,, মোঃ আনোয়ার হোসেন,সভাপতি হরিপুর অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন,হরিপুর, ঠাকুরগাঁও, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দলের নেতা কর্মীবৃন্দ, উপজেলার বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী বৃন্দ।