ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে দুর্নীতি আছে,-পরিকল্পনামন্ত্রী

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : শনিবার ৯ এপ্রিল ২০২২ ০৪:৩২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 

 
হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে দুর্নীতি আছে, গাফলতি আছে, এটাকে অস্বীকার করার কোন সুযোগ নেই। আগামী বছর আমরা আবারও ফসল রক্ষা বাঁধ নির্মাণ করবো, তবে এটাকে স্থানীয় ভাবে নির্মাণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। 
 
শনিবার(৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরস্থ জয়কলস ফসল রক্ষা বাঁধ পরিদর্শন কালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, সুনামগঞ্জের কিছু কিছু এলাকা অকাল বন্যায় তলিয়ে গেছে। আবার কিছু এলাকা রক্ষা পেয়েছে। হাওর, আগাম বন্যা, বাঁধ এই তিনটি বিষয়ে আমার সরাসরি অভিজ্ঞতা রয়েছে। কারণ আমি হাওর এলাকার সন্তান, সেখানেই বড় হয়েছি। বন্যা কোন বছর আসে, কোন বছর আসে না, এটা প্রকৃতির ব্যাপার। এবছর পানি এসেছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে ফসলহানী থেকে রক্ষা পেয়েছে। মন্ত্রী বলেন, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আমাদের কৃষি বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি আবিস্কার করেছেন। অল্প সময়ের মধ্যে ধান কেটে মাড়াই সহ কৃষক ঘরে ধান তুলতে পারছেন। আগামী ৭ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত হাওরের ধান কেটে ঘরে তুলতে হবে বলে কৃষকদের পরামর্শ দেন তিনি। 
 
 
এসময় ফসল রক্ষা বাঁধ পরিদর্শন কালে পরিকল্পনা মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সামছুদ্দোহা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মুক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সাবেক ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ছদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাইম আহমদ সহ প্রমুখ। ই