ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

হামলায় ক্ষতিগ্রস্ত ১২ টি মন্দিরে ২৪ লক্ষ টাকা দেবে জেলা আ.লীগ

(ঠাকুরগাঁও) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ৮ ফেব্রুয়ারী ২০২৩ ০৮:১৬:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মন্দিরের প্রতিমা ভাঙচুরে জড়িতদের খুজে বের করতে নিরলসভাব কাজ করছে প্রশাসন। জড়িতদের দ্রুতই শাস্তির আওতায় আনা হবে বলে হিন্দু সম্প্রদায়দের আশ্বাস দেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। এবং মন্দিরের প্রতিমা ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ১২টি মন্দিরে ঠাকুরগাঁও আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশী ১২ লাখ টাকা এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলামের পক্ষ থেকে তার জৈষ্ঠ্য ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম ১২ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
 
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি হরিবাসর মন্দিরে আওয়ামীলীগের আয়োজিত জরুরী আলোচনা সভায় বক্তব্য প্রদানের এ কথা বলেন তারা।
 
আলোচনা সভায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশী, সহ-সভাপতি প্রবীর কুমার রায়, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত বাবু, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল প্রমুখ।
 
এসময় বক্তারা বলেন, সরকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটানো হয়েছে। তাই এই চক্রের ফাদে পা না দিয়ে সর্তক থাকার আহ্বান জানান।
 
উল্লেখ, গত রবিবার (৫ ফেব্রুয়ারী) আনুমানিক ভোর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১২ টি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
 
উপজেলার ধনতলা ইউনিয়নের ধুকুরঝাড়ী সিন্দুপিন্ডী গ্রাম থেকে টাকাহারা গ্রাম পর্যন্ত ৮ টি মন্দিরের প্রতিমা, পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া থেকে কলেজপাড়া গ্রাম পর্যন্ত ৩ টি মন্দিরের প্রতিমা ও চাড়োল ইউনিয়নের সাবাজপুর পশ্চিমনাথপাড়া ১টি মন্দিরে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।
 
এঘটনায় ধনতলা ইউনিয়নের পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ও সিন্দুরপিন্ডি মন্দির কমিটির সভাপতি জোতিময় সিংহ থানায় বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তি দিয়ে মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।