ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

৫ জানুয়ারি কোস্টারিকায় শান্তি ও অহিংসার জন্য ৩য় বিশ্ব সম্মিলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশের সময় : বুধবার ১৬ অক্টোবর ২০২৪ ০৬:৫৩:০০ অপরাহ্ন | জাতীয়

বিশ্বজুড়ে চলমান সকল প্রকার যুদ্ধ বন্ধ এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের জোর দাবি জানিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যানিস্ট মুভমেন্ট’। আগামী ৫ জানুয়ারি, ২০২৫, দক্ষিণ আমেরিকার কোস্টারিকার রাজধানী সান হোসেতে অনুষ্ঠিতব্য শান্তি ও অহিংসার লক্ষ্যে ৩য় বিশ্ব সম্মিলন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

বুধবার (১৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে হিউম্যানিস্ট মুভমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে সকল যুদ্ধ বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতিমধ্যে বিশ্বের ৯৩টি দেশ এই সম্মিলনের প্রস্তাবনায় অনুস্বাক্ষর করেছে এবং ৭০টি দেশ এর অনুমোদন দিয়েছে। সম্মেলনে বক্তব্য রাখেন হিউম্যানিস্ট মুভমেন্টের (বাংলাদেশ চ্যাপ্টার) সমন্বয়ক শেখ মোঃ আরিফ, সহযোগী সমন্বয়ক আইয়ুব আনসারী, মারুফ উল আলম, মোঃ রিয়াজ উদ্দিন, শফিকুল ইসলাম কানু, সাব্রিনা খান, ও মোঃ কাওসার আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান অস্থিতিশীল বিশ্বে মানবতার অস্তিত্ব রক্ষায় যুদ্ধ ও আগ্রাসন বন্ধ করা অত্যন্ত জরুরি। তারা জাতিসংঘসহ বিশ্ব মোড়লদের আহ্বান জানান—পক্ষপাতহীনভাবে সক্রিয় পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে শান্তি ও অহিংসার চর্চা করতে হবে। এ লক্ষ্য অর্জনে জাতিসংঘের আরো কার্যকরী এবং কঠোর ভূমিকা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত ২ অক্টোবর, ২০২৪-এ আন্তর্জাতিক অহিংস দিবসে ৩য় বিশ্ব সম্মিলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। কোস্টারিকার সান হোসে থেকে শান্তি ও অহিংসার বার্তা নিয়ে হিউম্যানিস্ট মুভমেন্টের সদস্যরা ৯৫ দিনের বিশ্ব পরিভ্রমণে ৬টি মহাদেশ ভ্রমণ করছেন, যার সমাপ্তি হবে ৫ জানুয়ারি, ২০২৫-এ সান হোসে ডিক্লারেশনের মাধ্যমে।

এই বিশ্ব ভ্রমণ দল ১৭ অক্টোবর, ২০২৪-এ বাংলাদেশে আসবে। সফরকালে তারা হিউম্যানিস্ট সোসাইটির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস-এর সাথে সাক্ষাৎ করে শান্তি ও অহিংসার লক্ষ্যে ৩য় বিশ্ব সম্মিলনে বাংলাদেশের সমর্থন আদায়ের চেষ্টা করবেন।