ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

অনিয়ম দুর্নীতি বন্ধ সহ চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবীতে নাগরিক মঞ্চের মানববন্ধন

সঞ্জয় সাহাঃ | প্রকাশের সময় : শনিবার ১৮ জুন ২০২২ ০৪:০২:০০ অপরাহ্ন | দেশের খবর

 

গাইবান্ধা জেনারেল হাসপাতালটি অনিয়ম দুর্নীতি সহ নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। এতে করে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ। এসব সমস্যা তুলে ধরে গাইবান্ধা জেনারেল হাসপাতালের অনিয়ম দুর্নীতি বন্ধ সহ চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবীতে গাইবান্ধায়  মানববন্ধন করেছে নাগরিক মঞ্চ।

গাইবান্ধা নাগরিক মঞ্চ এর আয়োজনে ১৮ জুন শনিবার সকালে শহরের নাট্য সংস্থার সামনে মানববন্ধনে নাগরিক মঞ্চ গাইবান্ধার সদস্য সচিব প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- নাগরিক মঞ্চ গাইবান্ধার আহবায়ক ও গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশন  সাধারন সম্পাদক এ্যাড : সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদ আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, জেলা জাসদ সাধারন সম্পাদক গোলাম মারুফ মনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম,  জেলা ওয়াকার্স  মাকর্সবাদী কমিটির নেতা মৃনাল কান্তি বর্মন,মানবাধিকার কর্মী কাজি আব্দুল খালেক,  অঞ্জলি রানী দেবী, সাকোয়া ইপিজেড বাস্তবায়ন মঞ্চ এর সদস্য সচিব এ্যাড: কুশলাশীষ চক্রবর্তী, সদস্য এ্যাড: মোহাম্মদ আলী প্রামাণিক, এ্যাড: শাহজামিল, আদিবাসী বাঙ্গালি সংহতি পরিষদ আহবায়ক গোলাম রব্বানী মুসা, জাসদ ছাত্রলীগ গাইবান্ধার সাধারন সম্পাদক ফিরোজ কবির রানা, বাংলাদেশ ভুমিহীন অধিকার পরিষদ কেন্দ্রীয় সাধারন সম্পাদক অপু খান, রবিদাস ফোরাম এর সাধারন সম্পাদক খিলন রবিদাস সহ অনেকে।

বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরে বলেন- গাইবান্ধা জেনারেল (সদর) হাসপাতালের অনিয়ম দুর্নীতি বন্ধ সহ চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে। সরকারি বরাদ্দকৃত ওষুধের সুষ্ঠ সরবরাহ, পর্যাপ্ত ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, নার্সসহ দক্ষ জনবল বৃদ্ধি করতে হবে। চিকিৎসা নিয়ে বাণিজ্য বন্ধ করতে হবে। গাইবান্ধার মাতৃসদনে ডাক্তার ও নার্স নিয়োগ করতে হবে। গাইবান্ধায় গ্যাস সংযোগ দিতে হবে। গাইবান্ধা মহিলা কলেজ শহরে গ্রহনযোগ্য স্থানে স্থাপন করতে হবে। বালাসী থেকে বাহাদুরাবাদ ঘাট রুটে টানেল অথবা সেতু দিতে হবে।