ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

অর্থ সঙ্কটে থমকে ছিলো চিকিৎসা; শিশু মাহমুদা'র পাশে তারুণ্যের সরাইল

আতিকুল ইসলাম ইফরান, সরাইল; ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : শনিবার ৭ অক্টোবর ২০২৩ ০৯:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর
কিডনি জনিত রোগে আক্রান্ত অভাবের সংসারে বেড়ে উঠা পঞ্চম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার (১৩)। সে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের সাগর দিঘী পাড় এলাকার দিনমজুর রেনু মিয়া'র মেয়ে। 
 
অর্থের অভাবে মেয়ে মাহমুদা'র কিডনি জনিত রোগের চিকিৎসা করাতে পারছিলেন না রেনু মিয়া। বিষয়টি জানতে পেরে কিছুদিন পূর্বে মাহমুদা'র পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে সরাইল উপজেলা'র জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সরাইল। 
 
আজ শনিবার (৭ অক্টোবর) বিকালে দেশ বিদেশের অনেকের সহযোগিতা'য় মাহমুদা'র পরিবারের হাতে নগদ ৫৫,৮০০ টাকা তোলে দেয় এ সংগঠন। 
 
এসময় সহযোগিতা পেয়ে তারুণ্যের সরাইল এবং দেশ বিদেশের যারা সহযোগিতা করেছে সকলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগে আপ্লূত মাহমুদা ও তার মা। 
 
এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সরাইলের পরিচালক রায়হান চৌধুরী অভি বলেন, শিশু মাহমুদা'র চিকিৎসায় আমরা দেশ বিদেশের অনেকের সহযোগিতায় যতটুকু সম্ভব পাশে থেকেছি। 
 
তিনি বলেন সুস্থতা দান করার মালিক মহান আল্লাহ তায়ালা। আমরা যারা পাশে থেকেছি আমরা ত উছিলা মাত্র। সমাজের বিত্তবান মানুষেরা মাহমুদা'র মতো অসহায় বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিৎ।