ঢাকা, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

অস্কার মঞ্চে দীপিকার নজরকাড়া সাজ!

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : সোমবার ১৩ মার্চ ২০২৩ ১২:০৯:০০ অপরাহ্ন | বিনোদন

 

কালো কাঁধখোলা গাউনে নজরকাড়া সাজে অস্কার মঞ্চে বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন! মঞ্চে উঠতেই করতালির জোয়ারে ভাসলেন পর্দার ‘মস্তানি’।

কান চলচ্চিত্র উৎসবের পর এবার অস্কারের মঞ্চে দর্শকের মন জয় করে নিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

এ বছর অস্কারের মঞ্চে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী! অস্কারের মঞ্চে কালো পোশাকে দীপিকার ঝলক মুগ্ধ করেছে দর্শকদের।

যে কোনো বড় অনুষ্ঠানের আগেই দীপিকা কী পরবেন, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে যায় বেশ কয়েক দিন আগে থেকেই। এবারও তাই হয়।

প্রতিবারের মতো এবারও অনুরাগীদের নিরাশ করলেন না অভিনেত্রী। অস্কারের অনুষ্ঠানে যাওয়ার আগেই ইনস্টাগ্রামের পাতায় ভাগ করে নিলেন তার ‘আউটফিট অফ দ্য ডে’।

দীপিকার পরনে লুই ভিতোঁর কালো রঙের বল গাউন, হাতে কালো গ্লাভস। গলায় কার্টিয়ার সংস্থার হীরার নেকলেসের সঙ্গে পোখরাজের লকেট। হাতে হীরার ব্রেসলেট ও আংটি।

খোলা চুল নয়, মেসি বানেই দীপিকার সাজ ছিল অনন্য! খুব বেশি চড়া মেকআপ নয়, হালকা বেস, ন্যুড লিপস্টিক আর উইঙ্গড আইলাইনার দিয়েই দীপিকা সেরেছেন সন্ধ্যার সাজ! ঠিক যেন আশির দশকের হলিউডের অভিনেত্রীর নজরকাড়া বেশ।

অস্কারের মঞ্চে দীপিকা উঠলেন রাজামৌলির ছবি ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিতে। মুখে হাসি আর ‘নাটু নাটু’ গানের অগাধ প্রশংসা!

দীপিকা মঞ্চে উঠতেই দর্শকের করতালি জানান দেয় কেবল ভারতেই নয়, বিদেশের মাটিতেও অভিনেত্রীর জনপ্রিয়তা আকাশছোঁয়া।