সাভারের আমিনবাজারে একটি টিনসেড ঘরে আগুনে লেগে ৭ যুবক দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। দগ্ধদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে আমিনবাজার হিজলা গ্রামে আব্দুর রাজ্জাকের বাড়ির টিনসেড ঘরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দগ্ধরা হলেন সাভার আমিন বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রায়হান(১৯) মোঃ শাহিদের ছেলে মোহাম্মদ নাহিদ (১৯) আব্দুর রউফের ছেলে মোহাম্মদ হাদিস(১৮) জামরুল মিয়ার ছেলে মহম্মদ মনারুল (২০) তারা সবাই একি এলাকার বাসিন্দা। এছাড়া মোঃ জুয়েল (২৩)
মোঃ রুবেল (২৫), এ এলাকার নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া এবং মোহাম্মদ আল-আমিন একই এলাকার ওজি মহাজনের বাড়ির ভাড়াটিয়া।
দগ্ধ হওয়া যুবকদের স্বজনরা জানায়, যে ঘরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা সেই ঘরটিতে দীর্ঘদিন ধরে কেউ বসবাস করেনা।শুক্রবার রাতে ৭ বন্ধু মিলে ওই ঘরটিতে আড্ডা দিচ্ছিল।তারা সেখানে মুড়ি খাচ্ছিল এবং কেউ ধূমপান করছিল। হঠাৎ সেই ঘরেই আগুন লেগে ৭ জন দগ্ধ হয়।পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ধারনা করা হচ্ছে, টিনসেড ঘরটিতে টিনের ছিদ্র থাকায় বৃষ্টির পানি সিলিংফ্যানে ঢুকে অথবা বদ্ধ ঘরে জমে থাকা গ্যাসে আগুনের ঘটনা ঘটতে পারে। দগ্ধ সবাই বিভিন্ন ছোটখাটো পেশায় নিয়োজিত আছে। তাদের শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে এখনো জানা যায়নি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই)হারুন অর রসিদ জানান,বন্ধুরা মিলে মুড়ি ভর্তা খাওয়ার সময় হঠাৎ সিলিং ফ্যানের বিদ্যুত লাইনে আগুন ধরে তার গলে গিয়ে সাতজনের গায়ের বিভিন্ন স্থানে ঝলসে যায়,তারা সবাই চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিট ভর্তি আছে।