ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

আবারও মহাসড়কে শ্রমিকরা, বেতন হাতে না পাওয়া পর্যন্ত চলবে অবরোধ

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : সোমবার ১১ নভেম্বর ২০২৪ ০৫:৪৫:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে টিএনজেড গ্রুপের শ্রমিকরা ৫৩ ঘণ্টা মহাসড়ক অবরোধের পর অবরোধ তুলে নেন। তবে ঘণ্টাখানেক পর আবারও মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারী শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, আশ্বাস নয়, আমরা বেতন চাই।  

সোমবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে শ্রমিকরা ফের মহাসড়ক অবরোধ করে। 

এর আগে টানা ৫৩ ঘণ্টা মহাসড়ক অবরোধের পর সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিকেল সোয়া ৩টার দিকে আশ্বাস নয়, বেতনের দাবিতে তারা ফের মহাসড়ক অবরোধ করে।

বায়ান্ন/প্রতিনিধি/একে