ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

দ্বিতীয় সংসারে প্রথমবার মা হচ্ছেন মেগান ফক্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : বুধবার ১৩ নভেম্বর ২০২৪ ০২:০৭:০০ অপরাহ্ন | বিনোদন

আবারও মা হচ্ছেন হলিউড অভিনেত্রী মেগান ফক্স। সোমবার (১১ নভেম্বর) ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে মা হতে যাওয়ার ঘোষণা দেন এই অভিনেত্রী।

‘ট্রান্সফরমার’খ্যাত এই অভিনেত্রী ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্ট করেছেন। একটিতে তার বেবিবাম্প, অন্যটিতে প্রেগন্যানসি পরীক্ষার ইতিবাচক রেজাল্টের ছবি। এসব ছবির ক্যাপশনে ৩৮ বছর বয়সি এই মার্কিন অভিনেত্রী লেখেন, ‘সত্যি কোনো কিছুই হারিয়ে যায় না। স্বাগত জানাই।’

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ২০২২ সালে বাগদান সারেন মেগান ফক্স ও গায়ক মেশিন গান কেলি। এক বছর আগে এ জুটি বাবা-মা হতে যাওয়ার কথা জানিয়েছিল। কিন্তু হঠাৎ মেগানের গর্ভপাত হয়।

Megan-foxxx

২০০৪ সালে ‘হোপ অ্যান্ড ফেইথ’ সিনেমার শুটিং সেটে দেখা হয় মেগান ফক্স ও অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিনের। তখন মেগানের বয়স ১৮ আর ব্রায়ানের ৩০। বয়সের ব্যবধান বেশি হওয়ায় সম্পর্কে জড়াতে গিয়েও দ্বিধায় পড়েছিলেন মেগান।

ca69421967dc5ff9ab4077ac5e50ca1b

সর্বশেষ ২০১০ সালে দ্বিধা-দ্বন্দ্ব পেছনে ফেলে অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেগান ফক্স। এ সংসারে তাদের তিনটি পুত্র সন্তান রয়েছে। ২০২০ সালে ভেঙে যায় মেগানের প্রথম সংসার।

ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে সংসার ভাঙার দুই সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই নতুন প্রেমিক মার্কিন সংগীতশিল্পী মেশিন গান কেলির সঙ্গে নাম জড়িয়ে খবরে আসেন মেগান ফক্স। মেশিনের আসল নাম রিচার্ড কোলসন বেকার। বয়সে তিনি মেগানের চার বছরের ছোট। ২০২০ সালের জুন মাস থেকে মেগান আর মেশিনের প্রেম শুরু। ২০২২ সালের জানুয়ারিতে তারা বাগদানের ঘোষণা দেন।

বায়ান্ন/একে