ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

আমতলীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত।

মহিউদ্দিন লিমন আমতলী : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী ২০২৩ ০৮:০০:০০ অপরাহ্ন | দেশের খবর

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্যছিল রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকালে প্রভাতভেরী, চিত্রাঙ্গণ, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা।

 
আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে রাত ১২.০১ মিনিটে আমতলী সরকারী কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ .আওয়ামীলীগ,যুবলীগ ছাত্রলীগ , আমতলী উপজেলা প্রেসক্লাব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেছেন। মঙ্গলবার সকালে প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরিতে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহন করেন। পরে বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান,উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল , মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন প্রমুখ।