পিরোজপুরের ইন্দুরকানীতে জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ইন্দুরকানী বাজারের মুজাহিদ মসজিদে জামায়াত ইসলামীর ইন্দুরকানী সদর ইউনিয়নের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মো. আলী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি তৌহিদুর ইসলাম রাতুল। সভাপতিত্ব করেন ইন্দুরকানী সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. আবু হানিফ ও সঞ্চালনা করেন ইন্দুরকানী ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. খায়রুল বাশার।
এসময় জামায়াত ইসলামীর সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মী ও সহযোগী সদস্যগণ উপস্থিত ছিলেন। তারা সবাই বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এবং নিহতদের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আলী হোসেন বলেন, জামায়াত ইসলমীর প্রধান কাজ হচ্ছে আল্লাহর জমিনে ইসলামী আইন কায়েম করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। এজন্য জামায়াত ইসলামীর পতাকা তলে সবাইকে সমেবত হওয়ার আহব্বান জানান।