ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

এবার প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু করলেন ইউএনও

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ জানুয়ারী ২০২৩ ১২:৪০:০০ অপরাহ্ন | দেশের খবর



এবার আরেকটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম। গ্রামীণ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে ‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) চালু করলেন তিনি। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে নড়াইলের মুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু। নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরেপড়া রোধে এ কর্যক্রম চালু হয়েছে।

ইউএনও সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, মুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, মুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিনসহ অনেকে।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম জানান, তার পরিকল্পনায় উপজেলা পরিষদের সহযোগিতায় স্থানীয় বিত্তশালীদের অনুদানে এ ‘মিড ডে মিল’ চালু করা হয়েছে। ফলে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র শিক্ষার্থী ঝরে পড়া রোধ হবে। পুষ্টির চাহিদাও পূরণ হবে।

উদ্বোধনী দিনে মুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৪৫জন শিক্ষার্থীদের মাঝে ‘মিড ডে মিল’ খাবার বিতরণ করা হয়। প্রথমদিনে খিচুরি দেয়া হয়।

এদিকে, বছরের প্রথমদিনে কোমলমতি শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেন ইউএনও সাদিয়া ইসলাম। নতুন বইয়ের ঘ্রাণ নেয়ার পাশাপাশি কোমলমতি শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ‘জাতীয় পতাকা বিতরণ উৎসব’ করেন তিনি। নতুন বইয়ের পাশাপাশি একটি করে জাতীয় পতাকা পেয়ে খুশি শিশুরাও। ৫০০ শতাধিক শিশুর হাতে এ পতাকা দেয়া হয়। নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১ জানুয়ারি এ আয়োজন করা হয়।  

বর্ণিল এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। ব্যতিক্রমী এ আয়োজনের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করেন বিভিন্ন পেশার মানুষসহ অতিথিরা। পাশাপাশি কোমলমতি শিশুরা পতাকার সম্মান অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করে। #