ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

কমলগঞ্জে রাসেল হত্যাকারীসহ গ্রেফতার ২

মৌলভীবাজার প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ ১০:০৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক রাসেল হত্যাকারীসহ দুইজনকে গ্রেফতার করছে পুলিশ। বাড়ির পাশে আমঘাট নামক পাহাড়ি ছড়া থেকে তার লাশ উদ্ধারের ৬ দিন পর এই হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করে বৃহস্পতিবার রাতে হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান-এর নির্দেশনায় হত্যার রহস্য উদঘাটনে তদন্ত করে মামলার ৬ দিনের মধ্যে হত্যাকান্ডে জড়িত সন্দেহে পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকার মাংরা মুন্ডার ছেলে দুলাল মুন্ডা (৩২) ও তার সহযোগী রঞ্জিত কুর্মী(৩০)কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ নভেম্বর) মণিপুরি মহারাসলীলা উৎসবের দিন রাত ১২ টার দিকে রাসেলের সাথে তাদের দেখা হলে তাকে ফুসলিয়ে মদ্যপান করিয়ে পাত্রখোলা চা বাগান এর পাশে পশ্চিম লাইন আমঘাট নামক স্থানে নিয়ে যায়। সেখানে রাত দেড়টার দিকে হত্যা করে লাশ পাহাড়ি ছড়ায় ফেলে চলে যায়।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা রাসেল হত্যাকান্ডে দুই আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, একটি লিখিত অভিযোগের পর তদন্তকা করে ২জনকে গ্রেফতার করা হয়েছে।